শিরোনাম
আর্জেন্টিনাকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৬:২৪
আর্জেন্টিনাকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১০ সালের পর অবশেষে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৬ এপ্রিল প্রকাশিত হবে ফিফার নতুন র‌্যাঙ্কিং। সেখানে আর্জেন্টিনাকে পেছনে ফেলে সবার ওপরে উঠে আসবে ব্রাজিল।


গত সপ্তাহে উরুগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দেয়ার পর সর্বশেষ প্যারাগুয়েকে হারালো ৩-০ গোলে। এতে প্রথম দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নেইমারের ব্রাজিল। এমন টানা নৈপুণ্যে ৬ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠছে ব্রাজিল।


ফিফা এখনো আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং ঘোষণা করেনি। ঘোষণা হবে ৬ এপ্রিল। কিন্তু তার আগে সব হিসাব-নিকাশ শেষে ব্রাজিলের শীর্ষে ওঠা নিশ্চিত। এতে এক বছর ধরে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনা জায়গা ছেড়ে দিতে হবে। তারা নেমে যাবে দুই নম্বরে।


এদিকে র‌্যাঙ্কিংয়ে একদাপ নিচে নামার পাশাপাশি নানাবিধ চাপের মধ্যে রয়েছে আর্জেন্টিনা। লাইন্সম্যানকে গালি দেয়ার অপরাধে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তাদের অধিনায়ক লিওনেল মেসি। তাকে ছাড়া বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ ম্যাচে তারা বলিভিয়িার কাছে হেরেছে ২-০ গোলে। এতে তাদের রাশিয়া বিশ্বকাপে খেলা শঙ্কায় পড়েছে।


ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় দুঃসংবাদ অপেক্ষা করছে নেদারল্যান্ডসের জন্য। ১১ ধাপ পিছিয়ে তারা নেমে যাবে ৩২তম স্থানে। এটি তাদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বাজে র‌্যাঙ্কিং। এর আগে তাদের সবচেয়ে বাজে র‌্যাঙ্কিং ছিল ২৬তম গত বছর।


ফিফা র‌্যাঙ্কিং যেমন হবে: ১. ব্রাজিল, ২. আর্জেন্টিনা, ৩. জার্মানি, ৪. চিলি, ৫. কলম্বিয়া, ৬. ফ্রান্স, ৭. বেলজিয়াম, ৮. পর্তুগাল, ৯. সুইজারল্যান্ড, ১০. স্পেন।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com