শিরোনাম
শাস্তির বিরুদ্ধে মুখ খুললেন মেসি
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১৫:৩৬
শাস্তির বিরুদ্ধে মুখ খুললেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারিকে গালি দেয়ার অপরাধে চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ফিফার দেয়া শাস্তি প্রসঙ্গে এত দিন নীরব ছিলেন এই তারকা। অবশেষে মুখ খুললেন বার্সা এই খেলোয়াড়।


আর্জেন্টাইন অধিনায়ক জানান, যে অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়েছে, আদতে এমন কোনো কাজই নাকি তিনি করেননি! লাইন্সম্যানকে নাকি গালি দেননি মেসি, শুধু তার নিজের হতাশা প্রকাশ করেছেন।


আর্জেন্টাইন দৈনিক ‘লা ন্যাশিওন’কে দেয়া বক্তব্যে মেসি বলেন, ‘আমি সহকারী রেফারিকে কিছু বলিনি, আমি তো কেবল নিজের সঙ্গে কথা বলছিলাম।’


অবশ্য মেসির বিরুদ্ধে নেয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানাচ্ছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। জানা গেছে, মেসির শাস্তি কমাতে সম্ভব সব চেষ্টাই করবে দেশটির ফুটবল সংস্থাটি। প্রয়োজনে আইনি লড়াইয়েও নামবে দেশটি।


এএফএর জাতীয় দল কমিটির প্রধান মার্সেলো তিনেল্লি বলেন, ‘মেসির সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আইনজীবী ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। এত বড় শাস্তি পাওয়াটা অযৌক্তিক।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com