বাংলাদেশের লক্ষ্য ১৯৭ রান
প্রকাশ : ২২ জুন ২০২৪, ২২:০৯
বাংলাদেশের লক্ষ্য ১৯৭ রান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিপক্ষে অ্যান্টিগায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। এরপর ব্যাট করতে নেমে ঝড়ের আভাস দিয়েছিলেন রোহিত শর্মা, তবে তাকে সাজঘরের পথ দেখান সাকিব আল হাসান। এরপর থিতু হওয়া বিরাট কোহলিকে আউট করার পর সূর্যকুমার যাদবকেও ফিরিয়ে ভারতীয়দের লাগাম টেনে ধরেছিলেন তানজিম সাকিব। এরপরও লাল-সবুজের দলের বিপক্ষে আজ চ্যালেঞ্জিং সংগ্রহই পেয়েছে ভারত। টাইগারদের ১৯৭ রানের লক্ষ্য দেয়ার পথে আজ ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলেছেন রিশব পন্ত-শিবম দুবে। এরপর হার্দিক পান্ডিয়ার ২৭ বলের ফিফটির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের সংগ্রহ পেয়েছে রোহিতের দল।


ভারতের বিপক্ষে আজ দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ দিয়েই ইনিংস শুরু করেছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। প্রথম ওভারেই শেখ মেহেদীর বলে বাউন্ডারি অধিনায়ক রোহিত শর্মা। এরপর দ্বিতীয় ওভারে সাকিবের বলেও চার মেরেছিলেন তিনি। চতুর্থ ওভারেও সাকিবকে একটি ছয় এবং একটি চার মেরে ঝড় তোলার আভাসই দিচ্ছিলেন ভারতীয় অধিনায়ক।


তবে বিপজ্জনক হয়ে ওঠার আগেই রোহিতকে সাজঘরের পথ দেখিয়েছেন সাকিব। চতুর্থ ওভারের চতুর্থ বলেই সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে জাকের আলির মুঠোবন্দি হয়ে আউট হয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক সাজঘরে ফেরার আগে ৩ চার আর ১ ছয়ে ১১ বলে করেছেন ২৩ রান।


এদিকে রোহিত ফিরলেও অপরপ্রান্তে সাবলীলভাবেই ব্যাট করছিলেন বিরাট কোহলি। রিশভ পন্তকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘোরাচ্ছিলেন তিনি। তবে থিতু হওয়ার পরও তাকে আজ বড় সংগ্রহের দিকে যেতে দেননি তানজিম সাকিব। তরুণ এই পেসারের বলেই বোল্ড হয়ে আউট হয়েছেন কোহলি। নবম ওভারের প্রথম বলেই তাকে বোল্ড করেন সাকিব।


একই ওভারে সূর্যকুমার যাদবকেও সাজঘরের পথ দেখান তরুণ এই পেসার। মাঠে নেমে প্রথম বলেই ছয় হাকালেও পরের বলেই সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন সূর্যকুমার। এদিকে দ্রুত দুই উইকেট হারালেও দ্রুত রান তুলছিলেন রিশব পন্ত। টাইগার বোলারদের বিপক্ষে ভয়ংকর হয়ে উঠছিলেন তিনি, ২৪ বলে করেছিলেন ৩৬ রান। তবে এরপরই রিশাদের বলে ক্যাচ তুলে দিয়ে তানজিম সাকিবের মুঠোবন্দি হয়ে আউট হন পন্ত।


এদিকে পন্ত ফেরার পরও রানের চাকা থেমে থাকেনি ভারতের। বড় সংগ্রহ গড়ার পথে ভারতকে পথ দেখিয়েছে পান্ডিয়া-দুবে জুটি। এ দুজন মিলে ৩৪ বলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৩ রান। ২৪ বলে ৩৪ রান করে দুবে সাজঘরে ফেরার পর বাকি কাজটুকু করেছেন পান্ডিয়া।


শেষদিকে ভারতের স্কোরবোর্ডে দ্রুত রান যোগ করেছেন পান্ডিয়া। অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে তিনি গড়েছেন ১৭ বলে ৩৫ রানের জুটি। ৪ চার আর ৩ ছয়ে তাঁর খেলা ৫০ রানের ইনিংসের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় ভারত। টাইগারদের হয়ে আজ ২টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব এবং রিশাদ।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com