শিরোনাম
বাংলাদেশের টার্গেট ২৩৪
প্রকাশ : ৩০ মার্চ ২০১৭, ১২:৫৬
বাংলাদেশের টার্গেট ২৩৪
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ২৩৪ রানের টার্গেট দিয়েছে শক্তিশালী পাকিস্তান। বাংলাদেশ এ ম্যাচ জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এর আগে হংকং ও নেপালকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে মুমিনুল হকে নেতৃত্বাধীন বাংলাদেশ।


বৃহস্পতিবার সকালে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরুটা ভাল হয়নি তাদের। টাইগার বোলারদের তোপের মুখে মাত্র ৩৫ রানেই ৪ ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান।


দলের এমন বিপর্যয়ে হাল ধরেন হারিস সোহেল ও হাম্মাদ আজম। পঞ্চম উইকেটে তারা দুজন যোগ করেন ৮৬ রান। মূলত এই জুটিতেই ২০০ পারের স্কোর পায় পাকিস্তান। শেষের দিকে হোসাইন তালাতের অপরাজিত ৫৭ রানের উপর ভর করে ৮ উইকেটে ২৩৩ রান করে পাকিস্তান।


বাংলাদেশের পক্ষে সাইফ উদ্দিন সর্বোচ্চ তিন উইকেট, আবুল হোসেন রাজু ও মাসুম আহমেদ দুটি করে এবং নাইম হাসান একটি উইকেট পান।


কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম-২ তে দিনের অপর ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছে হংকং। ইতিমধ্যে দুই দলই টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ায় ম্যাচটা হয়ে পড়ল নিয়ম রক্ষার ম্যাচ।


উল্লেখ্য, প্রথম দুই ম্যাচে হংকংকে ৮ উইকেটে এবং নেপালকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com