শিরোনাম
মিরাজের স্বপ্নের অভিষেকে দিনটি বাংলাদেশের
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৮:১৩
মিরাজের স্বপ্নের অভিষেকে দিনটি বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি ছিল মেহেদী হাসান মিরাজের। অভিষেক টেস্টে প্রথম দিনে পাঁচ উইকেট নিয়ে বাংলাদেশকে এগিয়ে রাখলেন এই অলরাউন্ডার।


বাংলাদেশের হয়ে অভিষেকে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড গড়লেন মিরাজ। তার সামনে সুযোগ আছে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে সেরা বোলিং কীর্তির আরও সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম তুলে আনার।


ইংল্যান্ডের হয়ে মইন আলি ও জনি বেয়ারস্টো লড়াই করেছেন, তবে শেষ পর্যন্ত থাকতে পারেননি কেউ। সাত উইকেটে ২৫৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড।


ইংলিশদের সাত ব্যাটসম্যানের পাঁচজনই যে মিরাজের শিকার। এর অন্তত তিনটি দুর্দান্ত ডেলিভারিতে। আর একটা উইকেট পেলে মেহেদী হবেন গত ২৯ বছরে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ৬ উইকেট নেয়া মাত্র দ্বিতীয় বোলার।


নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচটা স্মরণীয় করে রাখলেন মিরাজ। যুব ক্রিকেট থেকেই আলোচনা আসা মিরাজ নামে পরিচিত এই ১৮ বছর বয়সী এর আগে আন্তর্জাতিক ওয়ানডে বা টি-টোয়েন্টি কোনোটাই খেলেননি। সেই তিনি ইনিংসের শুরু থেকেই বোলিং করে গেলেন। নিজের পঞ্চম ও ইনিংসের দশম ওভারে এই টেস্টেই অভিষিক্ত বেন ডাকেটকে যেভাবে বিভ্রান্ত করে বোল্ড করলেন তা সত্যিই অসাধারণ।


পরের ওভারেই সাকিব আল হাসানের বলে সুইপ করতে গিয়ে কিছুটা অদ্ভুতভাবে বোল্ড হলেন অ্যালিস্টার কুক। নিজের পরের ওভারে আবারও মেহেদীর আঘাত। এবার এলবিডব্লিউর ফাঁদে গ্যারি ব্যালান্স। টানা তিন ওভারে তিন রানের মধ্যে তিন উইকেট হারানো ইংল্যান্ড তখন রীতিমতো কাঁপছে।



পরে জো রুটের পাল্টা আক্রমণ (৪৯ বলে ৪০); মঈন আলী (১৭০ বলে ৬৮) ও জনি বেয়ারস্টোর (১২৬ বলে ৫২) প্রতিরোধে ইংল্যান্ড নিজেদের কিছুটা সামলে নেয়ার চেষ্টা করেছে। যখনই একটা জুটি গড়ে ওঠার চেষ্টা হয়েছে, অধিনায়ক মুশফিক মিরাজের ওপর ভরসা রেখেছেন। তিনিও হতাশ করেননি।


বাকি সাত বোলারের মধ্যে কেবল সাকিবই উইকেট পেয়েছেন। সাকিব পেয়েছেন দুই উইকেট।


তবে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ এখন অনেক লম্বা। ক্রিস ওকস যেমন সতর্কের সঙ্গে পা ফেলছেন। ৩৬ রানে অপরাজিত ওকসের সঙ্গী আদিল রশিদের (৬) ১০টি প্রথম শ্রেণির সেঞ্চুরি আছে, ৩৫টি ফিফটিও। এই অবিচ্ছিন্ন জুটি এরই মধ্যে ২১ রান তুলে দুশ্চিন্তা বাড়াচ্ছে।


পরের ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রডের তো টেস্টে একটি সেঞ্চুরি আর দশটি ফিফটিও আছে।ষষ্ঠ, সপ্তম আর অষ্টম উইকেটেই যেমন ১৫২ রান যোগ করে নিজেদের টেলএন্ডারদের সুনাম ধরে রেখেছে ইংল্যান্ড। তাই আগামীকাল সকালের সেশনটি সবার বাড়তি নজর কাড়বে।


সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ১ম ইনিংস: ৭ উইকেটে ২৫৮ (মঈন ৬৮, বেয়ারস্টো ৫২, রুট ৪০, ওকস ৩৬*, স্টোকস ১৮; মেহেদী ৫/৬৪, সাকিব ২/৪৬, শফিউল ০/৩৩, কামরুল ০/৪১, তাইজুল ০/২৮)


বিবার্তা/মনোজ/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com