
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। টানা তিন ম্যাচেই টস জিতলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তিনি। বাংলাদেশ ফিল্ডিং করবে।
বাংলাদেশ সময় ১০ জুন, সোমবার রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ উভয় দল হারিয়েছে শ্রীলঙ্কাকে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েও ডেভিড মিলারের ব্যাটে জয় পায় প্রোটিয়ারা। দুই ম্যাচের দুটিই জিতে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে শীর্ষে। ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে টেবিলের দ্বিতীয় স্থানে। আর ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ডস।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]