শিরোনাম
বৃষ্টিতে নিউজিল্যান্ডের স্বপ্নভঙ্গ
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১৬:৫৯
বৃষ্টিতে নিউজিল্যান্ডের স্বপ্নভঙ্গ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা মাঠে গড়াতে না পারায় শেষ পর্যন্ত ড্র হলো নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার হ্যামিলটনে তৃতীয় টেস্ট। তাই তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো দক্ষিণ আফ্রিকা।


প্রথম ইনিংসে ১৭৫ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটে ৮০ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। তাই ৫ উইকেট হাতে নিয়ে ৯৫ পিছিয়ে ছিল প্রোটিয়ারা। এমন অবস্থায় হ্যামিল্টন জয়ের স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ড।


পঞ্চম দিন দ্রুতই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিয়ে, ম্যাচ জয়ের স্বপ্নে বিভোর ছিল নিউজিল্যান্ড। কিন্তু স্বাগতিকদের স্বপ্নে পানি ঢেলে দিলো বৃষ্টি। দিনের শুরু থেকেই অবিরাম বৃষ্টিতে শেষ পর্যন্ত দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচের দুই আম্পায়ার অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ড ও রড টাকার।


এতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি হলো ড্র। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। কারণ প্রথম টেস্ট ড্র’র পর, দ্বিতীয় ম্যাচ ৮ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা।


বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় হতাশ নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ‘এটা খুবই হতাশার বিষয়, বৃষ্টির কারণে দিনের খেলা পরিত্যক্ত হলো। প্রকৃতির ওপর কারো হাত নেই। তারপরও হতাশার। কারণ ম্যাচ জয়ের দারুণ সুযোগ ছিলো আমাদের। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ জয়ের দাবিদার। তারা ভালো খেলে ওয়েলিংটন টেস্ট জিতেছিল।’


দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস বলেন, ‘এ ম্যাচে ভালো খেলেছে নিউজিল্যান্ড। ম্যাচ জয়ের পথেই ছিলো তারা। কিন্তু দুভার্গ্য তাদের, বৃষ্টির কারণে ভালো কিছুর স্বাদ নিতে পারলো না নিউজিল্যান্ড।’


সফরে টেস্ট সিরিজ ছাড়াও, একমাত্র টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com