র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরেছেন সাকিব
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ২১:৩১
র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ফিরেছেন সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাকিব আল হাসান গত সপ্তাহে হঠাৎ করেই শীর্ষস্থান থেকে ছিটকে পড়েন। তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা হারান। যদিও সপ্তাহটা না ঘুরতেই বিশ্বকাপের মাঝেই টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে ফিরেছেন সাকিব আল হাসান। কোনো ম্যাচ না খেলেই ফের নাম্বার ওয়ান তিনি।


৫ জুন, বুধবার পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি।


র‍্যাঙ্কিংয়ে দুই থেকে একে উঠে এলেন সাকিবের নাম। এই র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার।


গত সোমবার রাতে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরই ঘটল এমন ঘটনা। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং ভালো করলেও ব্যাটিংয়ে তিনি ছিলেন নিষ্প্রভ। ফলে ম্যাচটিতে স্রেফ ৭৭ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। পরে প্রোটিয়া দল জয়লাভ করে ৬ উইকেটে।


গেল সপ্তাহে সাকিবের জায়গাটা দখলে নেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা। প্রোটিয়াদের বিপক্ষে তিনি বল হাতে পারফর্ম করেন। ৩.২ ওভার বল করে ২২ রান খরচায় নেন ২ উইকেট। ব্যাট হাতে তিনি ছিলেন ব্যর্থ। দুই বল খেলে তিনি ফেরেন রানের খাতা খোলার আগে। যার ফলে তিনি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে নেমে গেছেন এক ধাপ। বর্তমানে তার অবস্থান দুইয়ে।


এতেই বাজিমাত সাকিব আল হাসানের। ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি দুইয়ে ছিলেন। হাসরাঙ্গার রেটিং পয়েন্ট কমে ২২২ হয়ে যাওয়ায় তিনি নেমে গেছেন দুইয়ে। আর ২২৩ পয়েন্ট নিয়ে সাকিব আবারও ফিরে পেলেন শীর্ষস্থান।


বোলিং আলোচনায় ফজলহক ফারুকী। উগান্ডার বিপক্ষে ৯ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি। তাতে তিনি চলে এসেছেন র‍্যাঙ্কিংয়ের ১০ম অবস্থানে।


এদিকে বাংলাদেশ দল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com