
বাংলাদেশ দলের সেরা তারকাদের একজন- তাসকিন আহমেদ। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন তিনি। সমস্যা বাধে সেই সিরিজেই তিনি চোটে পড়েন। তার বিশ্বকাপ খেলা শঙ্কায় পড়ে যায়। বিশ্বকাপ দলের সঙ্গে থাকলেও যুক্তরাষ্ট্র সিরিজ ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিলেন না তাসকিন। সবশেষ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নতুন করে চোটে পড়েন শরিফুল ইসলাম। যা চিন্তায় ফেলে দেয় বিসিবিকে।
এরমধ্যে মিলল সুখবর। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই পেসার তাসকিন আহমেদকে পাওয়া যাবে দলের সঙ্গে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ফিরবেন এই সহ-অধিনায়ক। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে বিসিবি।
বিসিবির ফিজিও বায়েজেদুল ইসলাম জানান, চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তাসকিন। এমনটি হলে বিশ্বকাপের প্রথম ম্যাচেই তাসকিনের সার্ভিস পাবে বাংলাদেশ দল।
বিসিবির ফিজিও বলেন, তাসকিন অনেক উন্নতি করেছে। আজ আউটডোরে বোলিং করার পরিকল্পনা ছিল যেহেতু বোলিং করার পরিকল্পনা করেছে, তাঁকে এ কারণে ইনডোরে আসা। ৫ জুন তাঁর পুরোপুরি বোলিং শুরুর কথা। সেটা দেখে বলা যাবে ৭ জুনের ম্যাচে ওকে পাব কি না। এখন পর্যন্ত তার খুব ভালো অগ্রগতি।
বায়েজেদুল ইসলাম আরো বলেন, তাসকিনের সম্ভাবনা খুব ভালো। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি, ৭ জুনের মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।
পহেলা জুন নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে বোলিং করেছেন তাসকিন। সোমবার বিকালে বোলিং করার কথা ছিল বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। কিন্তু বৃষ্টির কারণে তাসকিন বোলিং করেন মাশটাং ক্রিকেট একাডেমির ইনডোরে।
বৈশ্বিক এই আসরে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘ডি’ তে। শ্রীলঙ্কা ছাড়াও তাদের গ্রুপ সঙ্গী নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও নেপাল।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে। সেটাও হবে সেন্ট ভিনসেন্টে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]