শিরোনাম
সাকিব ২২১, মাশরাফি ২২২
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১২:৫২
সাকিব ২২১, মাশরাফি ২২২
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন তারই সতীর্থ বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশি বোলারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট এখন মাশরাফির দখলে।


বাংলাদেশের জার্সিতে সাকিব-মাশরাফি দু’জনের উইকেট ২২১টি। তবে বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডেতে মাশরাফির উইকেট ২২২টি। কারণ এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন মাশরাফি। সেখানে তার একটি উইকেট আছে।


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ধানুষ্কা গুণাথিলাকাকে আউট করে ১৭১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারের ২২২তম উইকেটটি পেয়েছেন মাশরাফি। ১৬৮ ম্যাচে সাকিবের উইকেট ২২১টি। তার ওয়ানডে ক্যারিয়ারের ২২১ উইকেটের সব কটিই বাংলাদেশের জার্সিতে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com