শিরোনাম
মেসির নিষেধাজ্ঞা, আপিল করবে আর্জেন্টিনা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১১:০৭
মেসির নিষেধাজ্ঞা, আপিল করবে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চিলির বিপক্ষে ম্যাচে সহকারী রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের দায়ে চার ম্যাচে নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসিকে। তবে মেসির শাস্তির বিরুদ্ধে আপিল করবে আর্জেন্টিনা।


মেসিদের জাতীয় দলের সেক্রেটারি হোর্হে মিয়াদসকি একথা জানিয়ে বলেন, ‘মেসির শাস্তির বিরুদ্ধে আমরা আপিল করবো। আশা করি ফিফা বিষয়টি বিবেচনা করবে।’


এদিকে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামার কিছুক্ষণ আগেই এমন সিদ্ধান্ত নেয়ায় বিস্ময় প্রকাশ করে তিনি আরও বলেন, ‘খেলার ঘণ্টাখানেক আগে বিষয়গুলো যেভাবে করা হয়েছে, তাতে আমরা বিস্মিত ও ভীষণ ক্ষুব্ধ।’


উল্লেখ্য, ২৩ মার্চ আর্জেন্টিনা নিজেদের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিলির। ওই ম্যাচে মেসির পেনাল্টি গোল থেকে কোনমতে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তবে ম্যাচ চলাকালীন লাইন্সম্যানের সঙ্গে ঝামেলায় জাড়ান মেসি।


এ ঘটনায় ফিফা মেসির বিরুদ্ধে ডিসিপ্লিনারি কোড-এর (এফডিসি) ৫৭ নম্বর ধারায় চার ম্যাচ নিষিদ্ধ করে।


ফিফার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এর ফলে মোট চারটি অফিসিয়াল ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে মেসিকে। একই সঙ্গে জরিমানা করা হয়েছে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক। নিষেধাজ্ঞা আরোপিত হবে বিশ্বকাপ বাছাই পর্বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ থেকে। এরপর আর্জেন্টিনার পরবর্তী তিন ম্যাচও খেলতে পারবেন না তিনি।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com