
টি-টোয়েন্টি বিশ্বকাপের চার ম্যাচ সিরিজের প্রস্তুতি ম্যাচের শেষ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।
দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও বাকি দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে জস বাটলারের দল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল পাকিস্তানের। পাওয়ার প্লে শেষ হতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ইনিংসের এক বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৫৭ রানে। দলটির হয়ে ২১ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন উসমান খান।
এছাড়া অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ৩৬ রান। যার ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটার। ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন মার্ক উড, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন। ম্যাচসেরা হয়েছেন রশিদ।
জবাব দিতে নেমে পাকিস্তানের চার পেসারের ওপর চড়াও হন দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। এরপর ২৭ বল হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা। ২৪ বলে ৪৫ রান করেন সল্ট। এছাড়া বাটলার ৩৯ ও জনি বেয়ারস্টো খেলেন ২৮ রানের ইনিংস। পাকিস্তানের হয়ে তিন উইকেটের সবকটিই নেন হারিস রউফ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]