শিরোনাম
অভিষেকেই মিরাজের বাজিমাত
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৬:০২
অভিষেকেই মিরাজের বাজিমাত
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অভিষিক্ত অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের বোলিং তোপে বিপর্যস্ত ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। দলীয় ১০৬ রানে পাঁচ উইকেট হারিয়ে দিশেহারা ইংলিশদের টেনে তুলেন মেইন আলী ও জনি বেয়ারস্টো। অবশেষে মইনকে ফিরিয়ে ৮৮ রানের জুটি ভাঙলেন মিরাজ।


ইংলিশদের ৬টি উইকেটের মধ্যে চারটিই নেন মিরাজ।বাকি দুটি নেন সাকিব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৮০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ২২৫ রান। ক্রিজে রয়েছেন জনি বেয়ারস্টো ৫১ ও ক্রিস ওকস ১৪ রানে। এর আগে অধিনায়ক অ্যালিস্টার কুক ৪, বেন ডাকেট ১৪, জো রুট ৪০, ব্যালেনস ১, বেন স্টোকস ১৮ ও মইন আলী ৬৮ রান করে আউট হয়ে যান।


এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রামের জহুম আহমেদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ আধিনায়ক অ্যালিস্টার কুক।


বাংলাদেশের হয়ে আজ অভিষেক হয়েছে তিন ক্রিকেটারের। সীমিত পরিসরে পরীক্ষিত পারফর্মার সাব্বির রহমানের সঙ্গে অভিষেক হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও পেসার কামরুল ইসলাম রাব্বীর।


অন্যদিকে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে ওয়ানডে সিরিজে দ্যুতি ছড়ানো ওপেনার বেন ডাকেটের। ১১ বছর পর দলে ফিরেছেন স্পিনার গ্যারেথ ব্যাটি।


বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।


ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালান্স, বেন স্টোকস, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, গ্যারেথ ব্যাটি, স্টুয়ার্ট ব্রড।


উল্লেখ্য, ১৫ মাস পর টেস্ট খেলতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৫ সালের জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন টাইগাররা।


বিবার্তা/প্লাবন


>সাকিব-মিরাজের ঘূর্ণিতে দিশেহারা ইংলিশরা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com