শিরোনাম
বাংলাদেশের টার্গেট ৩১২
প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১৮:৫৩
বাংলাদেশের টার্গেট ৩১২
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কার ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩১২ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা। ৪৯.৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৩১১ রান করে তারা।


এদিন টাইগারদের সামনে বড় রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক।


তবে লঙ্কানদের শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও বল হাতে বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন মাশরাফি বিন মর্তুজা। দুর্দান্ত এক কাটারে লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকে সাজঘরে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক।


তৃতীয় ওভারের তৃতীয় বলে মাশরাফিকে স্কয়ার লেগে উড়িয়ে মারতে গিয়ে মুশফিকুর রহীমের তালুবন্দি হন গুনাথিলা। ১১ বল খেলে ৯ করতেই বিদায় নিতে হলো তাকে।


এরপরের গল্পটা থারাঙ্গা-মেন্ডিসের। তাদের জুটি বাংলাদেশি বোলারদের অনেকটা কোণঠাসা করে রেখেছিলেন। পরে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত এ থ্রোতে জুটি ভাঙে তাদের। আউট হবার আগে উপুল থারাঙ্গা ৬৫ রান করেন। এই জুটিতে ভর করেই স্কোরবোর্ডে শতরান পেরিয়ে যায় শ্রীলঙ্কা।


এদিন বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিকসহ ৪টি উইকেট নেনতাসকিন আহমেদ। এছাড়া অধিনায়ক মাশরাফি, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ১টি করে উইকেট নেন।


প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে উইনিং কম্বিনেশন ভাঙেনি বাংলাদেশ। মাঠে নামার আগে সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মাশরাফি বলেন, টস জিতলে আমিও ব্যাটিং নিতাম। সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছেন টাইগাররা। প্রথম ওয়ানডেতে ৯০ রানের ব্যবধানে বড় জয় পেয়েছিল বাংলাদেশ।


এদিকে ঘুরে দাঁড়ানোর ম্যাচে স্বাগতিক দল তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। দ্বিতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েছেন লাহিরু কুমারা, সাচিথ পাথিরানা ও লাকশান সান্দাকান। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপ আর অফস্পিনার দিলরুয়ান পেরেরা।


বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।


শ্রীলঙ্কা একাদশ : উপুল থারাঙ্গা (অধিনায়ক), দানুশকা গুনাথিলা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, মিলিন্দা সিরিবর্ধনে, থিসারা পেরেরা, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপ।


বিবার্তা/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com