
লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে চেন্নাইয়ের একাদশে রয়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।
নিজেদের সর্বশেষ ম্যাচেই লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস। ঘুরে দাড়ানোর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করবে রুতুরাজ গায়কোয়াড়রা ।
২৩ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মূল ম্যাচের ৩০ মিনিট আগে টসের জন্য মাঠে নামেন চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও লখনৌর লোকেশ রাহুল। টসে জিতে লখনৌ দলপতি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।
টানা দুই জয়ের পর টানা দুই হার, এরপর আবার টানা দুই জয়। ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতে টেবিলের তিনে রয়েছে চেন্নাই সুপার কিংস। টানা দুই জয় পাওয়া চেন্নাইয়ের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কমই। এই ম্যাচে চেন্নাই এনেছে একটি পরিবর্তন। রাচিন রাবিন্দ্রের পরিবর্তে খেলছেন ড্যারিল মিচেল। তবে এই ম্যাচে লখনৌ কোনো পরিবর্তন আনেনি।
চেন্নাই একাদশ : ড্যারিল মিচেল, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, শিবাম দুবে, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা।
লখনৌ একাদশ : কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক), মার্কাস স্টয়নিস, দীপক হুদা, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণুই, মহসিন খান, যশ ঠাকুর।
বিবার্তা/জাক
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]