শিরোনাম
ডাম্বুলায় আফ্রিদির রেকর্ড ভাঙলেন তামিম
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১০:১৬
ডাম্বুলায় আফ্রিদির রেকর্ড ভাঙলেন তামিম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শনিবার ডাম্বুলায় নিজের ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর মধ্য দিয়েই পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসালেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার।


২০১০ সালে ডাম্বুলায় বাংলাদেশের বিপক্ষে ৬০ বলে ১৭ চার ও ৪ ছক্কায় ১২৪ রানের ইনিংস খেলেন আফ্রিদি। দীর্ঘ সাত বছর ধরে আফ্রিদির দানবীয় এই ইনিংসটিই ছিল ওয়ানডেতে ডাম্বুলার মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ১২৭ রান করে আফ্রিদির সেই রেকর্ড ভেঙে দেন। ওয়ানডে ক্যারিয়ারে এটি তামিমের অষ্টম সেঞ্চুরি, আর শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয়। এর আগে সর্বশেষ মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন এই টাইগার ওপেনার।


উল্লেখ্য, তামিম তার ষষ্ঠ ওয়ানডে শতকেরও দেখা পান মিরপুরেই; ওই ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ১১৬ বলে অপরাজিত ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তামিম।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com