শিরোনাম
তামিম-সাকিবের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৭:৪০
তামিম-সাকিবের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে সৌম্যকে হারিয়ে শুরুটা ভাল হয়েনি টাইগারদের। তবে তামিম ও সাব্বিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে শত রান পার হয় বাংলাদেশ। ব্যক্তিগত ৫৪ রানে আউট হয় সাব্বির। এরপর মাঠে আসেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি মাত্র এক রা করে ফিরে গেছেন। উইকেটে আছেন তামিম ও সাকিব আল হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৪ ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৯১ রান।


টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ জানান শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক উপল থারাঙ্গা। টস হেরে ব্যাট করছে বাংলাদেশ।


১০৬ বলে ৮৬ রান করেছেন। সাকিব ২৮ বলে ২২ রানে অপরাজিত।


১০ রান করে ফিরে গেছেন সৌম্য সরকার। দলের সংগ্রহ তখন ছিল ২৯। শ্রীলঙ্কার এখন পর্যন্ত একমাত্র সাফল্য সুরঙ্গা লাকমলের সৌজন্যে। অফ স্টাম্পের বাইরের বল লেগে ফ্লিক করতে গিয়ে টাইমিং গড়বড় করেছেন সৌম্য। ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।


ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে অভিষেক হচ্ছে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের। কলম্বো টেস্টের পর দেশে ফিরে এসেছিলেন মিরাজ। কথা ছিল কক্সবাজারে শুরু হওয়া ইমার্জিং এশিয়া কাপে খেলবেন। কিন্তু বুধবার হঠাৎই দেশ থেকে ডেকে পাঠানো হয় তাকে। ৭ টেস্ট খেলার পর রঙিন পোশাকে বাংলাদেশের হয়ে খেলছেন মিরাজ।


বাংলাদেশ দল: তামিম, সৌম্য, সাব্বির, মুশফিক (উই.), সাকিব, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মেহেদী, মাশরাফি (অধি.), তাসকিন, মোস্তাফিজ।


বিবার্তা/আকবর/হোসেন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com