
জার্মানিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনের বড় তিন সন্তান -লুইস, ভিভিয়েন ও আইভি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয়েছে। তবে খুব বেশি আঘাত পাননি কেইনের সন্তানরা।
কেইনের পক্ষ থেকে জানানো হয়েছে, বড় ধরনের ক্ষতি হয়নি তার সন্তানদের। সতর্কতার অংশ হিসেবে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গত সপ্তাহে আর্সেনালের মাঠে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে নিজ দেশ ইংল্যান্ডে গিয়েছিলেন বর্তমানে বায়ার্ন মিউনিখের হয়ে খেলা কেইন। তার পরিবার অবস্থান করছিল মিউনিখে।
স্থানীয় সময় সোমবার বিকেল ৫টা ১৫ মিনিটে মিউনিখের কাছাকাছি বাভারিয়ায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। হাইওয়ের স্লিপ লেন দিয়ে যাওয়ার চেষ্টার সময় একটি কালো মার্সিডিজ ভিতো ফন এবং রেনাল্টের মধ্যে সংঘর্ষ হয়। এমনটাই জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম বিল্ড।
কেইনের সন্তানদের শারীরিক অবস্থা সম্পর্কে তার মুখপাত্র বলেন, 'ওরা ভালো আছে। রুটিন চেকআপের জন্য হাসপাতালে গেছে।'
পুলিশের দেয়া তথ্যমতে, একটি রেনাল্ট গাড়ির কারণে ঘটেছে এই দুর্ঘটনা। চার ব্যক্তিকে বহন করা ওই রেনাল্ট গাড়িটি মোড় ঘোরার সময় একটি মার্সিডিজের সঙ্গে সংঘর্ষ বাঁধায়। ওই মার্সিডিজ গাড়িতেই ছিল কেইনের তিন সন্তান, যাদের বয়স ৩ থেকে ৭ বছরের মধ্যে। রেনাল্ট গাড়িটি পরে একটি ল্যান্ড রোভারকেও ধাক্কা দেয়।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]