প্যারিসে জিতার পরও পিএসজিকেই এগিয়ে রাখছেন বার্সা কোচ
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১৭:৫০
প্যারিসে জিতার পরও পিএসজিকেই এগিয়ে রাখছেন বার্সা কোচ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে বেশ ভেবেচিন্তেই আক্রমণ সাজিয়েছিলেন পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকে। তাতে কাজও হচ্ছিল। অনেকটা সময় এগিয়ে ছিল তার দল। কিন্তু পরে তার সব পরিকল্পনা বিফলে যায় বার্সেলোনা দারুণভাবে ঘুরে দাঁড়ানোয়। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ৩-২ গোলে জিতেছে জাভি হার্নান্দেসের শিষ্যরা। তবে এখনো প্রতিপক্ষ পিএসজিকেই এগিয়ে রাখছেন বার্স কোচ।


১০ এ[রিল, বুধবার রাতে ম্যাচ শেষে জাভি বলেন, ‘আশা করি, দুঃসময় এখন অতীত। সাম্প্রতিক বছরগুলোতে চ্যাম্পিয়ন্স লিগে আমরা কঠিন সময় পার করেছি। এই জয় প্রমাণ করে, এখনও বেঁচে আছে বার্সা।’


তিনি আরও বলেন, ‘আজকে আমরা ভালো খেলতে পেরেছি, কারণ রক্ষণভাগে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। দলকে নিয়ে আমি গর্বিত, সবকিছু খুব ভালো হয়েছে। তবে দ্বিতীয় লেগে আরও ভালো করতে হবে।’


পিএসজির বিপক্ষে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগের ম্যাচ নিয়ে সতর্ক জাভি। ঘরের মাঠে দ্বিতীয় লেগে পিএসজিকেই ফেভারিট মানছেন তিনি, ‘এখনও পিএসজি ফেভারিট। সেখানে জয় পাওয়া খুবই কঠিন হবে আমাদের জন্য।’


অন্যদিকে বার্সার কাছে হেরে হতাশ পিএসজি কোচ লুইস এনরিকে। তবে পরের লেগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এই স্প্যানিশ কোচ বলেন, এই হারে আমরা খুশি নই। দ্বিতীয় লেগ আমাদের কাছে ফাইনালের মতো। এটা আমাদের লক্ষ্য। আমার কোনো সন্দেহ নেই যে আমরা কোয়ালিফাই করব। আমি বার্সেলোনাকে তাদের পারফরম্যান্স এবং জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com