ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগে আজ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৬ মার্চ, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর তিনটায় ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে।
অ্যাওয়ে ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে মুখিয়ে বেঙ্গল টাইগার্স। স্বাধীনতা দিবসে ভালো কিছু উপহার দিতে চান অধিনায়ক জামাল। কিংস অ্যারেনায় অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখার লক্ষ্য কোচ কাবরেরার।
এই ম্যাচ উপলক্ষ্যে সোমবার (২৫ মার্চ) উভয় দলই শেষবারের মতো অনুশীলন সেরে নেয়। বিকেলে ম্যাচ ভেন্যুর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় দুদলকে নিয়ে এক সংবাদ সম্মেলন। সেখানে বাংলাদেশ কোচ জাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘কাল আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ। কিংস অ্যারেনার এই মাঠে আমরা সবসময়ই ভালো খেলি (সব ম্যাচে অপরাজিত), দেশের মানুষ তা জানে বিধায় স্বাভাবিকভাবেই তারা এই ম্যাচের দিকে সাগ্রহে তাকিয়ে থাকবে।’
এই ম্যাচে নিজেদের লক্ষ্য নিয়ে জাভিয়ের বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে প্রথম ম্যাচে কদিন আগে কি হয়েছিল, সেসব আমরা ভুলে গেছি। আমার ফোকাস এখন আগামীকালে ম্যাচের দিকে। আশাকরি এই ম্যাচ থেকে কিছু পয়েন্ট নিতে পারব।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, ‘অনেকদিন ধরে আমরা একসঙ্গে থেকেও ফিলিস্তিনের কাছে প্রথম ম্যাচে যেভাবে হেরেছি, তা হতাশাজনক। আমরা হারের কারণ নিয়ে অনেক আলোচনা করেছি, কাজ করেছি। আগের ম্যাচের ব্যর্থতা ভুল ঝেরে ফেলে এই ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই।’
ফিলিস্তিন কোচ মাকরাম দাবৌব বলেন, ‘কুয়েত বাংলাদেশকে হারালেও দেশের মাটিতে তারা অনেক ভালো দল। আমরা তাদের অবশ্যই সম্মান ও সমীহ করি। তবে আমরা এই ম্যাচ জিততেই এখানে এসেছি। আমাদের লক্ষ্য পরের রাউন্ডে যাওয়া।’
ফিলিস্তিনের খেলোয়াড় মোহাম্মেদ রশিদ বলেন, ‘কালকের (মঙ্গলবার) ম্যাচটি এত সহজ হবে না। তবে আমরা শারীরিক ও মানসিকভাবে ম্যাচটি খেলার জন্য তৈরি।’
গত ২১ মার্চ কুয়েতে ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ফিলিস্তিনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লাল-সবুজ বাহিনীর জন্য সেই মুখোমুখি হওয়াটা মোটেও সুখকর ছিল না। বিধ্বস্ত হতে হয়েছিল ০-৫ গোলে হেরে। এবার ফিরতি ম্যাচের পালা। আর সেই ম্যাচ অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। এবার নিজেদের মাটিতে ১৮৩ ফিফা র্যাঙ্কিংধারী বাংলাদেশ আতিথ্য দেবে ৯৭ র্যাঙ্কিংধারী ফিলিস্তিনকে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]