
ইতিহাসের সবথেকে ধনী ক্রীড়াবিদ কে? এরই উত্তর খোঁজার চেষ্টা করেছিল খেলাধুলার আর্থিক বিষয়াদি ও বাণিজ্য বিশেষজ্ঞ এই প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’। আর খেলোয়াড়দের চুক্তি, পারিশ্রমকি এবং বিভিন্ন পৃষ্ঠপোষোকতা নিয়ে সবথেকে বেশি আয় করা ৫০ জন ক্রীড়াবিদের একটি তালিকা প্রস্তুত করেছে প্রতিষ্ঠানটি।
স্পোর্টিকোর করা তালিকায় ইতিহাসে সবথেকে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় এক নম্বরে নেই মেসি-রোনালদোর কেউই। এ তালিকায় সবার শীর্ষে আছেন মাইকেল জর্ডান। যুক্তরাষ্ট্রের সাবেক এই বাস্কেটবল খেলোয়াড় খেলা ছেড়েছেন ২০০৩ সালে। তবে স্পোর্টিকোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত তিনি আয় করেছেন প্রায় ২৭০ কোটি মার্কিন ডলার, মুদ্রাস্ফীতি সমন্বয় করলে যা দাঁড়ায় ৩৭৫ কোটি ডলারে।
বাংলাদেশি মুদ্রায় জর্ডানের আয় করা টাকার পরিমাণ প্রায় ৪১ হাজার ২০০ কোটি টাকা। এ তালিকায় দুইয়ে আছেন যুক্তরাষ্ট্রেরই আরেক ক্রীড়াবিদ টাইগার উডস। বিশ্বখ্যাত এই গলফার আয় করেছেন ২৬৬ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৯ হাজার ২২০ কোটি টাকা।
এদিকে এ তালিকায় তিনে আছেন রোনালদো। পর্তুগীজ এই ফুটবলার আয় করেছেন ১৯২ কোটি ডলার বা ২১ হাজার ৯২ কোটি টাকা। এতালিকায় শীর্ষ পাঁচে থাকা একমাত্র ফুটবলারও তিনিই।
সবথেকে বেশ আয় করা অ্যাথলেটদের তালিকায় যৌথভাবে ছয় নম্বরে আছেন মেসি। আমেরিকান গলফার জ্যাক নিকলসের মতই ১৬৭ কোটি ডলার বা প্রায় ১৮ হাজার ৩৪৫ কোটি টাকা আয় করে ছয়ে আছেন তিনি।
এ তালিকায় শীর্ষ দশে থাকা দশজনের মাঝে মেসি-রোনালদো ছাড়াও আরও একজন ফুটবলার আছেন। তিনি ইংল্যান্ডের সাবেক ফুটবলার এবং ইন্টার মিয়ামির অন্যতম মালিক ডেভিড বযাকহাম। স্পোর্টিকোর করা তালিকায় যে ৫০ জন জায়গা পেয়েছেন তারা এসেছেন ৯টি খেলা ও ১৭টি দেশ। এ তালিকায় সবথেকে বেশি আছেন বাস্কেটবল খেলোয়াড়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]