এক ম্যাচের জন্য নিষিদ্ধ রোনালদো
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৪
এক ম্যাচের জন্য নিষিদ্ধ রোনালদো
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি প্রো লিগের ম্যাচে অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সমালোচনার মুখে পড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রবিবার (২৫ ফেব্রুয়ারি) আল শাবাবের বিপক্ষে এমন ঘটনার জন্ম দেন এই পর্তুগিজ তারকা। ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। তার দল আল নাসের জয় পায় ৩-২ ব্যবধানে।


এই গোল করার মধ্য দিয়ে প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। কিন্তু বিপত্তি বাঁধিয়ে বসেন ম্যাচ শেষ হতেই। রেফারির শেষ বাজি বাজলে গ্যালারিতে শাবাবের সমর্থকরা ‘মেসি মেসি’ স্লোগান দেয়। তাতেই মেজাজ হারিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করেন রোনালদো। যা নিয়ে শাস্তি দাবি করছেন অনেকেই।


রোনালদোর এমন কারণ উল্লেখের জন্য ব্যাখ্যা চেয়েছিল সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি। তবে পর্তুগিজ তারকার দেওয়া ব্যাখা যৌক্তিক না মনে করেননি তারা। যার জন্য সৌদি প্রো লিগে দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গির দায়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।


নিষিদ্ধ হবার পাশাপাশি ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানাও করা হয়েছে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। এমনটায় ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে। সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এই রায় জানিয়েছে।


সৌদি আরবের সংবাদমাধ্যম আর-রিয়াদিয়া জানিয়েছে, ওই দিনের ঘটনা বিষয়ে রোনালদোর কাছে ব্যাখ্যা চেয়েছিল সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি। রোনালদো কমিটিকে জানান, তিনি কোনো দৃষ্টিকটু আচরণ করেননি। যা করেছেন, তা ইউরোপীয় ফুটবলে সাধারণ ব্যাপার। আর সব ক্লাব ও খেলোয়াড়ের প্রতিই তার পূর্ণ শ্রদ্ধা আছে।


এর আগেও বাজে অঙ্গভঙ্গির জন্য সমালোচনার মুখে পড়েন রোনালদো। তবে মাঠের ফুটবলে নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন তিনি। চলতি লিগে ২২ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে পর্তুগিজ তারকা।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com