
আইপিএল শুরুর আগেই চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন মোহাম্মদ শামি। কাজ হয়নি ইনজেকশন নিয়েও। শেষ পর্যন্ত
অস্ত্রোপচার করাতে লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভক্তদের দুঃসংবাদটি দিয়েছেন শামি। পোস্টে নিজের একটি ছবিও ভক্তদের জন্য শেয়ার করেছেন ভারতীয় পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরেছিলে শামি। পরে হাঁটুতে চোট পান তিনি। এই চোট আইপিএলই শেষ করে দিলো তার। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহের যে কোনো দিন অস্ত্রোপচার হবে শামির। ছবি পোস্ট করে ক্যাপশনে গত আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি লিখেছেন, ‘আমি আমার পা ফিরে পেতে সামনে তাকিয়ে আছি।’
পুরোপুরি ফিট হয়ে উঠতে শামির কত সময় লাগবে সেটি এখনই বলা কঠিন। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কিন্তু শামি খেলতে চান বিশ্বকাপ। যে কারণে ব্যাঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমির পরামর্শে দ্রুতই দেশে ছেড়ে গেছেন তিনি।
শামির অনুপস্থিতিতেই পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত। সিরিজে এখন ৩-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক দল। আগামী ৩ মার্চ ধর্মশালায় শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট।
গত বছর আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছেন মোহাম্মদ শামি। একদিনের ক্রিকেট সংস্করণে এরপর আর মাঠে দেখা যায়নি ভারতীয় পেসারকে। আশা করা হচ্ছিল, আগামী মার্চে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন আসরে খেলবেন তিনি। আপাতত সেটি আর হচ্ছে না।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]