শিরোনাম
র‌্যাংকিংয়ে উন্নতি সাকিব-তামিমের
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ২১:৪৭
র‌্যাংকিংয়ে উন্নতি সাকিব-তামিমের
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করায় আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় অলরাউন্ডার সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালের।


শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ১টি সেঞ্চুরিসহ ৪০.৫০ গড়ে ১৬২ রান করেন সাকিব। ফলে চার ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে ২২তম স্থানে উঠে এসেছেন সিরিজ সেরার পুরস্কার পাওয়া সাকিব।


অপর দিকে সিরিজের ব্যাট হাতে উজ্জল ছিলেন তামিমও। ৫১.৭৫ গড়ে ২০৭ রান করেন তিনি। বাংলাদেশীদের মধ্যে সর্বোচ্চ রান ছিল তামিমের। কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের শততম ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তামিম। পুরো সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করায় নয় ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি।


বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের উন্নতি হয়ে একধাপ। বর্তমানে মুশি ২৮তম স্থানে রয়েছেন।


এদিকে এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। তবে র‌্যাংকিংয়ে চোখে পড়ার মমো উন্নতি হয়েছে ভারতের চেতেশ্বর পূজারার। অস্ট্রেলিয়ার বিপক্ষে রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ২০২ রানের ইনিংস খেলার সুবাদে চার ধাপ এগিয়ে দ্বিতীয়স্থানে জায়গা করে নেন পূজারা।


র‌্যাংকিংয়ে পরের তিনটি স্থানে যথাক্রমে ইংল্যান্ডের দলপতি জো রুট, ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।



বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com