জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। তবে মার্চে শ্রীলঙ্কা সিরিজ ও এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। বোর্ড চাইছে আরও বেশি ম্যাচ খেলে প্রস্তুতি সম্পন্ন করুক টাইগাররা।
২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।
বিশ্বকাপের আগে মোট আটটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। যার সবগুলোই দেশে মাটিতে। চলমান বিপিএলের ঠিক পরেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। যেখানে থাকছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এরপর এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে আরও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
জুনে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে ভালো করার লক্ষ্য নামবে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের উইকেট-কন্ডিশন কিছুটা বাংলাদেশের মতো হওয়ায় সুবিধা পাবে টাইগাররা। এছাড়া দলের অনেকেরই ক্যারিবিয়ানে খেলার অভিজ্ঞতা রয়েছে।
বিশ্বকাপের প্রস্তুতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। এই সিরিজে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক যুক্তরাষ্ট্রও। তবে ঠিক কবে এই সিরিজ শুরু করা হবে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]