সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিতে যাবেন পাপন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৮
সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিতে যাবেন পাপন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কদিন আগেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন হৃদযন্ত্রে বাইপাস সার্জারি করেছেন। চিকিৎসকের পরামর্শে আপাতত বাসাতেই থাকছেন কিংবদন্তি এই ফুটবলার এবং কোচ। শারীরিক পরিস্থিতির খানিকটা উন্নতি হওয়ায় শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সীমিত পরিসরে সাক্ষাৎ করবেন সালাউদ্দিন। তাই নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপন বাফুফে সভাপতির বাসভবনে যাবেন। ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে উভয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।


নাজমুল হাসান পাপন ক্রীড়া মন্ত্রী হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরপরই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সালাউদ্দিনকে দেখতে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। সালাউদ্দিন বাইপাস সার্জারি করে বাসায় থাকলেও চিকিৎসকের নির্দেশনায় চলছেন।


বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কয়েক দিনের মধ্যে জার্মানি সফরে যাবেন। কাজী সালাউদ্দিনের মেয়ে সারাজিনের জার্মানিতে আবাস রয়েছে। মেয়ের সঙ্গে সময়ের কাটানোর পাশাপাশি চিকিৎসারও একটি ফলোআপ করবেন। ফেডারেশন ও পরিবার সূত্রে জানা গেছে, জার্মানিতে এক মাস বা এর অধিক সময়ে সালাউদ্দিন জার্মানি থাকতে পারেন।


ইতোমধ্যে জার্মানির ভিসার জন্য সালাউদ্দিন আবেদন করেছেন। এই সপ্তাহের মধ্যে ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিসা পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই তিনি জার্মানি যাবেন। জার্মানি যাওয়ার আগে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন। বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের পর এক দিন সাক্ষাতে যেতে পারেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com