
কলম্বো টেস্টে একক আধিপত্য দেখিয়েছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষভাগ নিজেদের করে নেওয়া আফগানিস্তানের প্রাপ্তি শুধুই ইনিংস হার এড়ানো। চতুর্থ দিনে নিজেদের ঐতিহ্যে ফেরে শ্রীলঙ্কা। ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি ছাপিয়ে শ্রীলঙ্কা জয় পেয়েছে ১০ উইকেটের বড় ব্যবধানে।
শ্রীলঙ্কার ঘরের মাঠে অনুষ্ঠিত একমাত্র টেস্ট সিরিজে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নিজেদের মেলে ধরার চেষ্টা করে আফগানিস্তান। কিন্তু শ্রীলঙ্কার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তা সম্ভব হয়নি। রহমত শাহার সর্বোচ্চ ৯১ রানে ভর করে প্রথম ইনিংসে ১৯৮ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। লঙ্কান বোলারদের পক্ষে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন বিশ্ব ফার্নান্দো।
জবাবে নিজেদের প্রথম ইনিংসেই জয়ের পথ তৈরি করে স্বাগতিকরা। দিমুথ করুনারত্নের ৭৭ রানে বড় সংগ্রহের পথে এগুতে থাকে লঙ্কানরা। পরের গল্পটা অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমালের। ম্যাচে ম্যাথুসের ১৪১ ও চান্দিমালের ১০৭ রানে ভর করে ৪৩৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বোলারদের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন নাভিদ জাদরান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা লিড পায় ২৪১ রানের।
ইনিংস হার এড়াতে টপ অর্ডারে বড় জুটি না গড়ার বিকল্প ছিল না আফগানিস্তানের সামনে। সেই লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন দুই চাচা-ভাতিজা নূর আলী জাদরান ও ইব্রাহিম জাদরান। ওপেনিং জুটিতে ১০৬ রান সংগ্রহ করেন দুজন। সেখান থেকে তৃতীয় দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৯৯ রান।
৫ ফেব্রুয়ারি, সোমবার চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি আফগানরা। প্রবাথ জয়সুরিয়ারর অসাধারণ বোলিংয়ে মাত্র ২৯৬ রানেই অলআউট হয় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। শ্রীলঙ্কার বোলারদের পক্ষে ১০৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন প্রবাথ জয়সুরিয়া।
৫৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭.২ ওভারেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। করুনারত্নে ২২ বলে ৩২ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান: ১৯৮ (৬২.৪ ওভার) ও ২৯৬ (১১২.৩ ওভার)
শ্রীলঙ্কা: ৪৩৯ (১০৯.২ ওভার) ও ৫৬/০ (৭.২ ওভার)
ফলাফল: শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: প্রবাথ জয়সুরিয়া।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]