
বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম জয়ের খোঁজে দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠ নেমেছে কোচ সালাউদ্দিনের শিষ্যরা।
২৩ জানুয়ারি, মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বরিশাল। রবিকুল ইসলাম ও ইব্রাহিম জাদরানকে বাদ পড়ায় একাদশে সুযোগ পেয়েছে আব্বাস আফ্রিদি ও প্রীতম কুমার।
অন্যদিকে কুমিল্লার একাদশে নতুন সংযোজন মোহাম্মদ রিজওয়ান। আগের ম্যাচে তারা তিন বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নেমেছিল।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, প্রীতম কুমার, শোয়েব মালিক, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মোহাম্মদ রিজওয়ান, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, রোস্টন চেস, খুশদীল শাহ ও ম্যাথু ওয়াল্টার ফোর্ড।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]