শিরোনাম
ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে আজহার ও বিশু
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১২:০০
ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে আজহার ও বিশু
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টেস্টে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠে এলেন পাকিস্তানের ব্যাটসম্যান আজহার আলী ও ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। দুবাই টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১২তম স্থানে উঠে এসেছেন আজহার। আর বোলিংয়ে বিশু জায়গা করে নিয়েছেন র‌্যাংকিংয়ে ৩০তম স্থানে।


র‌্যাংকিংয়ে ১৭তম স্থানে থেকে দুবাই টেস্ট খেলতে নামেন আজহার। সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৩০২ ও দ্বিতীয় ইনিংসে ২ রান করেন তিনি। পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ফরম্যাটে ট্রিপল সেঞ্চুরি করায় র‌্যাংকিংয়ে ১২তম স্থানে উঠে আসেন আজহার। এটি তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। তার রেটিং এখন ৭৫৪।


র‌্যাংকিংয়ে পাকিস্তানের মধ্যে আজহারের সামনে এখন আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনিস খান ও পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। ইউনিস পঞ্চমস্থানে এবং মিসবাহ রয়েছেন ১১তম স্থানে।


দুবাই টেস্টে ১০ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিশু। প্রথম ইনিংসে ২ ও দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট শিকার করেন তিনি। ফলে ৪৮২ রেটিং নিয়ে ৪১তম স্থান থেকে ৩০তম স্থানে উঠে আসেন বিশু। এটি বিশুরও সেরা ক্যারিয়ার র‌্যাংকিং।


র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে দুবাই টেস্টের আরেক দুরন্ত পারফরমার ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভোর। প্রথম ইনিংসে ৮৭ ও দ্বিতীয় ইনিংসে ১১৬ রানের ইনিংসের সুবাদে র‌্যাংকিংয়ে ২০তম স্থানে উঠে এসেছেন তিনি। মূলত তার অসাধারণ ব্যাটিং নৈপুন্যেই সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য শেষ পর্যন্ত ৫৬ রানে ম্যাচ হাতে ক্যারিবিয়রা।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com