সমর্থকদের হতাশ করে রিয়াল ছাড়লেন হ্যাজার্ড
প্রকাশ : ০৪ জুন ২০২৩, ১৫:৩৬
সমর্থকদের হতাশ করে রিয়াল ছাড়লেন হ্যাজার্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে রীতিমত দুর্দান্ত ফর্মে ছিলেন বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড। চেলসিতে ৭ মৌসুমে এই ফরোয়ার্ডের খেলা দেখে মুগ্ধ হয়েছিল ফুটবলপ্রেমীরা। সেই সঙ্গে ২০১২-১৩ থেকে ২০১৮-১৯ মৌসুমের পারফরম্যান্সের সুবাদে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে রেকর্ড মূল্যে তাকে দলে ভেড়ায়। কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকদের হতাশা ছাড়া আর কিছুই দিতে পারেননি তিনি।


২০১৯ সালে বিশাল অঙ্কের ট্রান্সফার ফিতে চেলসি থেকে হ্যাজার্ডকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দলে এসে চার মৌসুমে রিয়ালের হয়ে মাঠেই নামতে পেরেছেন মাত্র ৭৬টি ম্যাচে। গোল করেছেন মাত্র ৭টি। চোটজর্জরিত এই বেলজিয়ান তারকা বেশির ভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। কিন্তু সুযোগ পেয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।


২০২২-২৩ মৌসুমে মাত্র ৩৯২ মিনিটই রিয়ালের হয়ে খেলতে পেরেছেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড। ২০২১ সালের ডিসেম্বর থেকে কোনো ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলানো হয়নি তাকে। যার পেচ্ছনে ছিল তার শত ভাগ ফিটনেস ও অফ ফর্ম।


হ্যাজার্ডের এমন পারফরম্যান্সের পর এক প্রকার নিশ্চিত ছিল রিয়ালের সঙ্গে তার বিচ্ছেদ। কাতার বিশ্বকাপের পর কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিল স্পেনের ক্লাবটি। অবশেষে তাই হলো ,গতকাল রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ এবং এডেন হ্যাজার্ড ঐকমত্যে পৌঁছেছে যে ২০২৩ সালের ৩০ জুনের পর তিনি আর আমাদের ক্লাবে থাকছেন না।’


চার বছরে ম্যাচ ও গোল সংখ্যা কম থাকলেও হ্যাজার্ড রিয়ালের হয়ে ৮টি শিরোপা জিতেছেন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com