
দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আর দায়িত্ব নিয়েই করেছেন বাজিমাত। বিশ্বসেরা ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে হাথুরুর দল। এমন সাফল্যের পর টাইগারদের ড্রেসিংরুমের মাস্টার মাইন্ডকে প্রশংসায় ভাসিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। হাথুরুর দলকে ম্যানেজ করার ক্ষমতা চমৎকার।
১৯ মার্চ, রবিবার সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হেরাথ বলছিলেন, ‘হাথুরুসিংহে আগেও এখানে ছিল। তার কোচিং সামর্থ্য ও যেভাবে সে দলকে ম্যানেজ করে, নিজের অভিজ্ঞতা প্রয়োগ করে চমৎকার। সে দলের ক্রিকেটার ও কোচদের অনেক ইনপুট দেয়।’
এদিকে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড দলের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে বাংলাদেশের স্পিন বোলিং কোচ বলছিলেন, ‘তারা একটা পরিকল্পনা নিয়ে আসবে। কিন্তু কিছু জিনিস আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমরা নিজেদের পরিকল্পনাতেই স্থির থাকব।’
এদিকে প্রথম ওয়ানডেতে রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ দল। এদিন দলের হয়ে সাকিব আল হাসান এবং তাওহীদ হৃদয় ছিলেন অনবদ্য। যদিও দুই ব্যাটারের কেউই অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি।
বিবার্তা/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]