বর্ষসেরা নারী ক্রিকেটার ইংল্যান্ডের ন্যাট সিভার
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ১২:৫৪
বর্ষসেরা নারী ক্রিকেটার ইংল্যান্ডের ন্যাট সিভার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথমে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হন ইংল্যান্ডের অলরাউন্ডার ন্যাট সিভার। এবার আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারও জিতলেন তিনি।


বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) তাকে ‘রাসেল হেইহো ফ্লিন্ট’ ট্রফি তথা বর্ষসেরা নারী ক্রিকেটার হিসেবে ঘোষণা দেয় আইসিসি।


বর্ষসেরা নারী ক্রিকেটার হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের শ্রীমতি মান্দানা, নিউজিল্যান্ডের আমেলিয়া কের ও অস্ট্রেলিয়ার বেথ মুনিকে।


২০২২ সালে তার ফর্ম নিয়ে সিভার বলেছেন, ‘আমি আমার ফর্ম নিয়ে সত্যিই খুশি। এটা ভেবেই অবাক লাগছে যে গত বছরে বিশ্বকাপ ছিল। আর বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করা আমার জন্য ছিল বিশেষ কিছু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচের ইনিংসটিও ছিল অসাধারণ।’


গত বছর সিভার ৩৩টি আন্তর্জাতিক ম্যাচে ১ হাজার ৩৪৬ রান করার পাশাপাশি উইকেট নিয়েছিলেন ২২টি।


বিবার্তা/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com