৫০০ উইকেটের ক্লাবে রশিদ খান
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১২:০৭
৫০০ উইকেটের ক্লাবে রশিদ খান
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বে অন্যতম সেরা লেগ স্পিনার রশিদ খান। সম্প্রতি আফগানিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক হয়েছেন তিনি। তবে ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক রেকর্ড স্পর্শ করছেন এ স্পিনার।


ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দ্বিতীয় বোলার হিসেবে নতুন মাইলফলকে নাম লেখালেন বিশ্বসেরা এ বোলার। টি-২০’তে ৫০০ উইকেটের ক্লাবে প্রবেশ করলেন তিনি। আর মাত্র ২৪ বছর বয়সেই এ মাইলফলকে নাম লেখালেন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সংস্করণে অভিষিক্ত এ স্পিনার।


এর আগে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্র্যাভো, টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। ৫২৬ ম্যাচে ৬১৪ উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান এ ক্রিকেটার।


দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউন ও প্রিটোরিয়া ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ।


এদিন ওই ম্যাচে নির্ধারিত ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রশিদ। আর এদিন একটি মাত্র বাউন্ডারি হজম করে মোট ১১টি ডট বল করেন এ আফগান বোলার।


রশিদ খানের পরেই আছেন আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইন। ৪২৭ ম্যাচে ৪৭৪ উইকেট নিয়েছেন বিশ্বসেরা এ বোলার। এ কাতারের চারে আছেন সাউথ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। ৩৫৮ ম্যাচে এ প্রোটিয়া বোলারের উইকেট সংখ্যা ৪৬৬টি।


আর ৩৮২ ম্যাচে ৪৩৬ উইকেট তুলে নিয়ে তালিকার পাঁচে আছেন বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।


বিবার্তা/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com