শিরোনাম
অস্ট্রেলিয়ায় শহীদের অস্ত্রোপচার মঙ্গলবার
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫৫
অস্ট্রেলিয়ায় শহীদের অস্ত্রোপচার মঙ্গলবার
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইনজুরির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের মাঝ পথ থেকেই ছিটকে যেতে হয়েছেল জাতীয় দলের পেসার মোহাম্মদ শহীদকে। সেই চোটের জন্য জাতীয় দলের সাথে নিউজিল্যান্ড ও ভারত সফর থেকেও বাদ পড়েন তিনি।


তবে সম্পূর্ণ সেরে উঠতে অস্ত্রোপচার করাতে অস্ট্রেলিয়া যাচ্ছেন শহীদ। বিশেষজ্ঞ শল্যবিদ ডেভিড ইয়াংয়ের অধীনে ডান পায়ের লিগামেন্টে অস্ত্রোপচার করাতে রবিবার দেশ ছাড়ছেন তিনি।


অস্ত্রোপচারের জন্য দেশ ছাড়ার আগে শনিবার গণমাধ্যমের সাথে কথা বলেন জাতীয় দলের ডানহাতি পেসার মোহাম্মোদ শহীদ। মঙ্গলবার তার ডান পায়ের লিগামেন্টে ডেভিড ইয়াংয়ের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হবে বলে এসময় তিনি জানান। সেই সাথে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে আবারো জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতানোর প্রত্যয় ব্যক্ত করেন।


উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটসের হয়ে ৮ ম্যাচ খেলে অসাধারণ বল করে ১৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শহীদ। ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার খেলা চলাকালীন সময়ে বাউন্ডারি সীমানা থেকে ঝাঁপিয়ে পড়ে একটি চার বাঁচাতে গেলে ডান হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন শহীদ। পরবর্তীতে চোটের ধরণ সুবিধাজনক না হলে মাঝপথে বিপিএল থেকেই ছিটকে যেতে হয় তাকে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com