
টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৮৬ রানে অলাআউট হয়েছে সফরকারী ভারত। সাকিব-এবাদতঘুর্ণিতে ৪১ দশমিক ২ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
৪ ডিসেম্বর, রবিবার সিরিজের প্রথম ম্যাচে শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে টসে হেরে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। দলীয় সংগ্রহ যখন ২৩ রান, তখন শেখর ধাওয়ানকে ৭ রানে বোল্ড করে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। ৪৮ রানে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। তিনি ৩১ বলে ২৭ রান সংগ্রহ করেন।
এরপর দলীয় ৪৯ রানে আউট হন ভিরাট কোহলি। তিনি ১৫ বলে বাউন্ডারিতে ৯ রান সংগ্রহ করেন। এভাবে চলতে থাকে তাদের ইনিংস। একেএকে ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর ও দীপক চাহার চাহারকে সাজঘরে পাঠিয়ে নিজের ৫ ইউকেট পূর্ণ করেন সাকিব।
অন্যদিকে, পেস ঘুর্ণিতেশ্রেয়াস আয়ার,কেএল রাহুল, শাহবাজ আহমেদ ও মোহম্মাদ সিরাজকে সাজঘরে পাঠান পেসার এবাদত হোসেন।
ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেন কেএল রাহুল। তিনি ৭০ বলে ৭৩ রান করেন। এছাড়া, শ্রেয়াস আয়ার ২৪ রান করেন।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]