
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করে রাখে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আর প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে ড্র, দক্ষিণ কোরিয়ার জন্য ম্যাচটা বাঁচামরার।
সেই বাঁচামরার ম্যাচের অন্তিম মুহূর্তে হোয়াং হি চ্যানের গোলে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। এই জয়ে এইচ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।
শুক্রবার (২ ডিসেম্বর) এজুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয় ম্যাচটি।
কোরিয়ার শুধু এই ম্যাচ জিতলেও হতো না, গ্রুপের অন্য ম্যাচের দিকেও থাকতে হতো। গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়ে জয় পেলেও গোলব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডে গেল দক্ষিণ কোরিয়া।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]