শিরোনাম
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের নিশ্চয়তা চায় অস্ট্রেলিয়া
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৬:৫১
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের নিশ্চয়তা চায় অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াডেজের মৃত্যুতে আগামী মাসে থাইল্যান্ডের বিপক্ষে ব্যাংককে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা সে ব্যপারে নিশ্চয়তা চেয়েছে ফুটবল ফেডারেশন অস্ট্রেলিয়া।


এফএফএ এক বিবৃতিতে আগামী ১৫ নভেম্বর রাজামাঙ্গালা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটির আনুষ্ঠানিক নোটিফিকেশন দাবি করেছে।


উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করা থাই রাজা ভূমিবল গত বৃহস্পতিবার ৮৮ বছর বয়সে মৃতুবরণ করেন। ইতোমধ্যেই থাইল্যান্ডে রাজার স্মরণে বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে। থাই সরকার এক মাসের জন্য সব ধরনের বিনোদন ও ক্রীড়াযজ্ঞ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।


অস্ট্রেলিয়া বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়ান অঞ্চলে গ্রুপ-বি’তে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে চার ম্যাচে থাইল্যান্ড এখনো কোন পয়েন্ট অর্জন করতে পারেনি।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com