শিরোনাম
ভারতকে ১৫৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫১
ভারতকে ১৫৬ রানের টার্গেট দিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করছে ভারত।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯ ওভার শেষে ১ উইকেটে ২২ রান। মোনা মিশরা ১৭ ও মিতালী রাজ ১ রানে ব্যাট করছেন। এর আগে ১ রান করে ফিরে গেছেন ওপেনার দিপতী শর্মা।


এর আগে, শুক্রবার কলোম্বোর নন্দেসক্রিপ্ট ক্রিকেট ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করে ফারজানা হকের অর্ধশত রানের ওপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে বাংলাদেশ।


ব্যাট হতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন শারমীন আকতার। এছাড়া নিগার সুলতানা ১৮, সালমা খাতুন ১৪, রুমানা আহমেদ ১১ ও শায়লা শারমীন ১০ রান করেন। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হয়েছে।


ভারতের পক্ষে মানসি যোশি নেন ৩ উইকেট।


এর আগে সুপার সিক্সের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। সেই জয় শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচে নিশ্চিতভাবে রুমানা-সালমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।


ভারত ম্যাচের পর বাংলাদেশের শেষ ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলতে হলে সুপার সিক্স শেষে শীর্ষ চারে থাকতে হবে বাংলাদেশকে।


বিবার্তা/প্লাবন


>ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com