শিরোনাম
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৬:১২
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২০ সালে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। এর আগে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করলেও এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসছে।


শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আইসিসির বোর্ড মিটিংয়ে শেষে এই তথ্য জানানো হয়।


আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতি চার বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। আগের নিয়মে দুই বছর পর পর বিশ্বকাপের আয়োজন করা হতো। যদিও ২০০৯ সালে দ্বিতীয় বিশ্বকাপ টি-টোয়েন্টির পর ২০১০ সালেও বিশ্বকাপের আয়োজন করা হয়।


ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয় মাস আগে মেয়েদের সংস্করণের আয়োজনের প্রস্তাবও সভায় গৃহীত হয়।


আইসিসির গভর্নেন্স কমিটির প্রধান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট ডেভিড পিভার বলেন, ‘বিশ্বব্যাপী নারীদের ক্রিকেট জনপ্রিয়তা পাচ্ছে। আমরা মনে করি আলাদাভাবে সেটা আয়োজন করার মাধ্যমে সেই জনপ্রিয়তাকে আরও গতিশীল করতে পারব আমরা। ছেলেদের বিশ্বকাপের ছায়া নারীদের বিশ্বকাপকে থেকে বের করে আনতে পারব।’


এছাড়াও আইসিসির প্রধান নির্বাহী কমিটি আয়ারল্যান্ডের ঘরোয়া আসরকে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছে। আইসিসি বোর্ড আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে বাড়তি পাঁচ লাখ ডলার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com