শিরোনাম
১৩৮ রানের টার্গেটে ব্যাট করছে বিসিবি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৫:১০
১৩৮ রানের টার্গেটে ব্যাট করছে বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দুই টেস্ট ম্যাচ সিরিজের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড একাদশের দেয়া ১৩৮ রানের টার্গেটে ব্যাট করছে বিসিবি একাদশ।


এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ওভার শেষে বিনা উইকেটে ৩৯রান। শাহরিয়ার নফিস ২৬ ও সৌম্য সরকার ৯রানে ব্যাট করছেন।


এর আগে শনিবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করে বেন ডাকেটের ফিফটির ওপর ভর ৪৫ ওভারে চার উইকেটে ১৩৭ রান করে ইংল্যান্ড। ডাকেট ৬৩ বলে ৬টি চারের সাহায্যে করেন ৫৯ রান। এছাড়া গেরি ব্যালেন্স ২৭ মইন আলী ২৪ রান করেন।


বাংলাদেশের হয়ে বল সাব্বির রহমান একাই নেন তিন উইকেট।


এর আগে শুক্রবার ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে প্রথম দিন পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে দ্বিতীয় দিনে ৪৫ ওভার করে ব্যাট করছে দুদল।


এর আগে ইংল্যান্ডের বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচের জন্য আলাদা করে ১২ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। প্রথম দুই দিনের অনুশীলন ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দিবেন সাব্বির রহমান।


মূলত তরুণ ক্রিকেটারদের সুযোগ দেয়া হয়েছে এই স্কোয়াডে। তবে অভিজ্ঞ শাহরিয়ার নাফিস নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। এছাড়া জাতীয় দলের সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত আছেন এই দলে। জাতীয় দল থেকে বাদ পড়া রুবেল হোসেন, শুভাগত হোম, নুরুল হাসানকেও প্রমাণ করার সুযোগ দেয়া হয়েছে।


উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রায় ১৮ মাস পর টেস্ট খেলতে মাঠে নামবে টাইগাররা।


প্রথম ম্যাচের বিসিবি দল: সাব্বির রহমান (অধিনায়ক), সৌম্য সরকার, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, নুরুল হাসান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, সাদমান ইসলাম।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com