শিরোনাম
আজহারের মহাকাব্যিক ট্রিপল সেঞ্চুরি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ০৯:৪৮
আজহারের মহাকাব্যিক ট্রিপল সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের ১৪৬ রানকে ডাবল সেঞ্চুরির রূপ দিলেন পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক ওপেনার আজহার আলী। পরে সেটিকে পরিণত করলেন ট্রিপল সেঞ্চুরিতে। আর তার অপরাজিত ৩০২ রানের ইনিংসের সুবাদে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ৩ উইকেটে ৫৭৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছে মিসবাহর দল।


হানিফ মোহাম্মদ (৩৩৭), ইনজামাম-উল হক (৩২৯) ও ইউনিস খানের (৩১৩) পর চতুর্থ পাকিস্তানি হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করলেন আজহার আলী।


দুবাই টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৭৯ রানের বিশাল সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৬৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅন এড়াতে হলে ৯ উইকেটে এখনো ৩১১ রান করতে হবে ক্যারিবিয়ানদের।


ব্যাটিংয়ে নেমে দলীয় ৪২ রানের মাথায় প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইয়াসির শাহরা ১২তম ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন লিও জনসন। তিনি করেন ১৯ রান। এরপর দ্বিতীয় উইকেটে ড্যারেন ব্রাভো ও ক্রেইগ ব্রাফেট ২৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মাঠ ছাড়েন। ব্রাফেট ৩২ ও ব্রাভো ১৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন।


এর আগে শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন ১ উইকেটে ২৭৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দলীয় ৩৫২ রানের মাথায় আসাদ শফিক ফিরে গেলে তৃতীয় উইকেটে অভিষিক্ত বাবর আজমকে নিয়ে ১৬৫ রানের আরেকটি দারুণ জুটি গড়ে ট্রিপল সেঞ্চুরির পথে হাঁটেন আজহার।


দলীয় ৫১৭ রানের মাথায় বাবর ফিরে গেলেও দমে যাননি আজহার। চতুর্থ উইকেটে মিসবাহকে নিয়ে ৬২ রানের অবিচ্ছিন্ন দারুণ এক জুটি গড়ে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৪৬৯ বলে ২৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে এই মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি।


এছাড়া পাকিস্তানের হয়ে সামি আসলাম ৯০, আসাদ ৬৭ ও বাবর করেন ৬৯ রান। আজহারের সঙ্গে অপরাজিত থাকা দলনায়ক মিসবাহ করেন ২৯ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দেবেন্দ্র বিশু দুটি ও রোস্টার চেইজ নেন একটি উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ২৭৯/১) ১৫৫.৩ ওভারে ৫৭৯/৩ ইনিংস ঘোষণা. (আসলাম ৯০, আজহার ৩০২*, শফিক ৬৭, বাবর ৬৯, মিসবাহ ২৯*; বিশু ২/১২৫, চেইজ ১/১০৯)


ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২২ ওভারে ৬৯/১ (ব্র্যাথওয়েইট ৩২*, জনসন ১৫, ব্রাভো ১৪*; ইয়াসির ১/১৩, নওয়াজ ০/৪)


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com