শিরোনাম
হারলেও শীর্ষে মেসির আর্জেন্টিনা
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৫:৩৪
হারলেও শীর্ষে মেসির আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের কাছে হার৷ গত সপ্তাহে পেরুর মাঠে ২-২ গোলে ড্র৷ শুধু তাই নয়, চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের একটিতে ড্র আর অন্যটিতে হার৷ তবুও ফিফা র‌্যাঙ্কিংয়ে বিপর্যয় হচ্ছে না লিওনেল মেসিদের৷ র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছে আর্জেন্টিনা৷


আগামী বৃহস্পতিবার পরবর্তী ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ করা হবে। তাতে তেমন কোনো হেরফের হচ্ছে না৷ ফিফা র‌্যাঙ্কিং টেবিলে বেশ এগিয়ে থাকায় শীর্ষস্থান হারাতে হচ্ছে না আর্জেন্টিনাকে। তবে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটির পর তাদের ২৭৭ পয়েন্টের লিড কমে ১৫৬ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এবার সমস্যা না হলেও পরের ম্যাচগুলোতে যদি বিপর্যয় হয় তাহলে শীর্ষস্থান হারাতে পারেন মেসিরা৷


চেক প্রজাতন্ত্র ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে জেতা জার্মানি এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে। বলিভিয়া ও ভেনেজুয়েলাকে হারানো ব্রাজিল দুই বছরের মধ্যে প্রথমবারের মতো শীর্ষ তিনে ফিরবে।


বসনিয়া ও হার্জেগোভিনা আর জিব্রাল্টারের বিপক্ষে বড় জয় পেলেও দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে যাবে বেলজিয়াম।


শীর্ষ ২০টি অবস্থানের বাকি জায়গাগুলোয় খুব বেশি পরিবর্তন হচ্ছে না। ২০১৬ ইউরোর ফাইনালিস্ট ফ্রান্স পর্তুগালকে সরিয়ে সপ্তম স্থানে উঠে আসবে। চ্যাম্পিয়ন পর্তুগাল নেমে যাবে ৮ নম্বরে। ওয়েলসকে সরিয়ে আবার শীর্ষ দশে ফিরবে স্পেন। আর এক ধাপ নেমে একাদশ স্থানে চলে যাবে ওয়েলস।


ফিফা র‌্যাংঙ্কিংয়ে শীর্ষ ২০ দল: ১. আর্জেন্টিনা, ২. জার্মানি, ৩. ব্রাজিল, ৪. বেলজিয়াম, ৫. কলম্বিয়া, ৬. চিলি, ৭. ফ্রান্স, ৮. পর্তুগাল, ৯. উরুগুয়ে, ১০. স্পেন, ১১. ওয়েলস, ১২. ইংল্যান্ড, ১৩. ইতালি, ১৪. সুইজারল্যান্ড, ১৫. পোল্যান্ড, ১৬. ক্রোয়েশিয়া, ১৭. মেক্সিকো, ১৮. কোস্টা রিকা, ১৯. একুয়েডর, ২০. নেদারল্যান্ডস


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com