শিরোনাম
টেস্টে অভিষেকের অপেক্ষায় তাসকিন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১২:৩১
টেস্টে অভিষেকের অপেক্ষায় তাসকিন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিষেজ্ঞা থেকে ফিরে ওয়ানডেতে দুরুণভাবে ফিরেছেন বাংলাদেশের গতিদানব তাসকিন আহমেদ। সদ্যসমাপ্ত আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে সফলও তিনি। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেই অভিষেক হচ্ছে তার।


১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এমএ আজিজ স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন এই পেসার।


বিষয়টি নিশ্চিত করে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘লংগার ভার্সন ক্রিকেটে শারীরিকভাবে তাসকিন কীভাবে মানিয়ে নেয় সেজন্য দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আগে চেয়েছিলাম তাকে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে খেলাবো, কিন্তু আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি।’


ফিটনেস নিয়ে সমস্যা থাকলেও নিষেধাজ্ঞার পর তাসকিনের অসাধারণ প্রত্যাবর্তনে তাকে লংগার-ভার্সন ক্রিকেটে আনার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচিকিরা।


নান্নু জানান, ‘টেস্ট দলে আমরা তাসকিনের মতো বোলারকে চায়, তবে আপনারা সবাই জানেন যে তার ফিটনেস নিয়ে বড় সংশয় ছিলো। কিন্তু সে নিষেধাজ্ঞা থেকে দারুণভাবে ফিরেছে এবং ছন্দে ছিল। ফিটনেস নিয়ে তার কোনো অসুবিধা নেই, তাই তাকে লংগার-ভার্সন ক্রিকেটে নিয়ে আসতে আমরা প্রথম ধাপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।


সাদা পোশাকে ফিরতে উচ্ছ্বাসিত তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘এটা মাত্র দুই দিনের ম্যাচ, তারপরও আমি উচ্ছ্বাসিত কারণ এই স্বপ্ন আমার হৃদয়ে ছিল অনেকদিন ধরে। এখন দেখি কেমন যায়।


তাসকিন বলেন, ‘আমি অনেক পরিশ্রম করছি ও আমার শরীরও ভালোভাবে সাড়া দিচ্ছে। হ্যাঁ, আমাকে কিছু কাজ নিজে থেকে সামলাতে হবে তবে আমি জানি আমাকে এই কাজগুলো করতে হবে টেস্ট খেলার স্বপ্ন পূরণ করার জন্য। নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়ানডে সিরিজে আমার পারফর্ম্যান্সে খুশি আর আশা করি সামনে আরও ভালো করবো।’


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com