
বৃষ্টির হানায় প্রথম সেশনে খেলা হয়েছে মোটে দশ ওভার। আগের দিনে সংগ্রহের সঙ্গে আরও ৩৬ রান যোগ করা ওয়েস্ট ইন্ডিজের লিড এখন ১৪২।
সেন্ট লুসিয়ায় দিনের শুরুটা সূর্যের আলোতেই হয়েছিল, তবে আকাশের মন বদলাতে সময় লাগেনি। দিনের মাত্র ১০ ওভার খেলা হওয়ার পরই গোমরামুখো আকাশ থেকে অঝোরে বৃষ্টি ঝরে। তাতে তৃতীয় দিনের প্রথম সেশনে আর বল মাঠে গড়ায়নি। নিজেদের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৭ উইকেটে ৩৭৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০৩ বলে ১৭ চার ২ ছক্কায় ১৪০ রান নিয়ে ক্রিজে আছেন কাইল মায়ার্স, তাকে সঙ্গ দিচ্ছেন ১৯ বলে ১ চারে ৭ রান করা কেমার রোচ।
এর আগে দিনের দ্বিতীয় ওভারেই জশুয়া ডি সিলভাকে (২৯) এলডব্লিউর ফাঁদে ফেলে বিদায় করেন মেহেদী হাসান মিরাজ। ২৬ রান নিয়ে ব্যাটিং শুরু করা সিলভা এদিন ব্যক্তিগত সংগ্রহে আর মাত্র ৩ রান যোগ করেই ফিরে যান।
এরপর ক্রিজে আসা আলজারি জোসেফও বেশিক্ষণ টিকতে পারেননি। খালেদ আহমেদের বলে অন সাইডে তুলে মারতে গিয়ে মাত্র ৬ রানেই লিটন দাসের তালুবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।
সেন্ট লুসিয়া টেস্টে টসে হেরে ব্যাটিং করা বাংলাদেশ প্রথম ইনিংসে লিটন দাসের অর্ধশতকে প্রথম ইনিংসে ২৩৪ রান সংগ্রহ করেছিল।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]