
দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৪ জুন থেকে সেইন্ট লুসিয়ায় শুরু হবে ‘পদ্মা ব্রিজ-ড্রিম ফুলফিল্ড ফ্রেন্ডশিপ’ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচের জন্য ১৩ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।
প্রথম টেস্টে জয় পাওয়ায় দলে পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছেন উইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস।
তার আশা দ্বিতীয় টেস্টেও জয় তুলে নেবে ক্যারিবীয়রা।
‘অ্যান্টিগায় জয়টা দারুণ ছিল। ছেলেরা সত্যিই ভালো খেলেছে এবং দ্বিতীয় ম্যাচের জন্য সেন্ট লুসিয়াতে যাওয়ার জন্য একই দল নিয়ে আত্মবিশ্বাস বোধ করছি। আমাদের খেলোয়াড়রা খুবই শৃঙ্খলাবদ্ধ এবং শতভাগ দেয়ার চেষ্টা করেছে। বিশেষ করে আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হয়, তারা সত্যিই কঠোর পরিশ্রম করেছে অ্যান্টিগায়।
যদিও আমরা বাংলাদেশকে হালকাভাবে নিতে পারি না, তারাও সত্যিই ভালো বোলিং করেছে এবং বেশ শৃঙ্খলাবদ্ধ ছিল। আমি জানি দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ’
উইন্ডিজ স্কোয়াড : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (ভাইস ক্যাপ্টেন), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, অ্যান্ডারসন ফিলিপস, রেমন রেইফার, কেমার রোচ, জ্যেডেন সিলস ও ডেভন থমাস।
বিবার্তা/এমএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]