
চট্টগ্রামের পর ঢাকা। দুই টেস্ট সিরিজের দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে জোড়া সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম।
চট্টগ্রামে ১০৫ রানের অনবদ্য ইনিংস খেলার মধ্য দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান মুশফিক।
দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টের সাদা পোশাকে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলংকার করা ৩৯৭ রানের জবাবে তামিম ইকবাল (১৩৩) ও মুশফিকুর রহিমের (১০৫) জোড়া সেঞ্চুরিতে ৪৬৫ রান করে বাংলাদেশ।
৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৬০ রান করে ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে শ্রীলংকা।
২৩ মে, সোমবার শুরু হয় ঢাকা টেস্ট। টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। টাইগার শিবিরে ধস নামান লংকান দুই মিডিয়াম ফাস্ট বোলার কাসুন রাজিথা ও আসিথা ফার্নান্দো।
তাদের গতির মুখে পড়ে ৬.৫ ওভারে মাত্র ২৪ রানে একের পর এক সাজঘেরে ফেরেন-মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান।
সাকিব-তামিম-মুমিনুলদের এমন অসহায় আত্মসমর্পণের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
জাতীয় দলের এই দুই তারকা ব্যাটসম্যানের বাড়তি দায়িত্বশীলতার কারণেই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ম্যাচে ফিরতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
দুজনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫০ রান। ১২৭ ও ১০১ রানে ব্যাট করছেন লিটন-মুশফিক।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]