বিসিবিকে ‘খোঁচা’ দিলেন মুশফিকের স্ত্রী
প্রকাশ : ১৮ মে ২০২২, ১৭:৫১
বিসিবিকে ‘খোঁচা’ দিলেন মুশফিকের স্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

দিনটা মুশফিকুর রহিমের জন্য দারুণই কাটছে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ছুঁয়েছেন ৫০০০ টেস্ট রানের মাইলফলক। এরপর কাটিয়েছেন দীর্ঘ সেঞ্চুরি খরাও। তবে এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বোমা ফাটালেন তার স্ত্রী জান্নাতুল মন্ডি। জানালেন তার বিদায়ের কথা।


নিজের ৭৭ হাজার অনুসারী সংবলিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেঞ্চুরি উদযাপনের কিছু পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এই কথা লিখেন মুশফিকের স্ত্রী। সেঞ্চুরির উদযাপন আর ৫০০০ রানের মাইলফলক ছোঁয়ার দুটো ছবি পোস্ট করেন তিনি। তার ক্যাপশনে মন্ডি লিখেন, ‘আমরা হাসিমুখেই বিদায় নিবো ইনশাআল্লাহ।’


এরপরই করে বসেন বিস্ফোরক এক মন্তব্য। লিখেন, ‘তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো?? সেদিকেও একটু নজর দিলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন হতো।’


গত ৮ মে এক সংবাদ সম্মেলনে সিনিয়রদের ভবিষ্যৎ চিন্তা নিয়ে মন্তব্য করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে তিনি বলেন, ‘রিয়াদ টেস্ট থেকে সরে এসেছে। তামিম টি-টোয়েন্টি খেলছে না। মুশফিক এখনও খেলছে, আমি নিশ্চিত ওর সিদ্ধান্তও জানা যাবে। ও নিশ্চয়ই চিন্তাভাবনা করছে। আমরা চাই না আমাদের খেলোয়াড়রা মন খারাপ করুক। তারা হাসিমুখে খেলুক। নিজেরা সিদ্ধান্ত নিক। যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততো ভালো। যদি সিদ্ধান্ত না নেয় তো একটা সময় আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।’


সঙ্গে যোগ করেন পাপন, ‘আমি মনে করি এই সিদ্ধান্তটা খেলোয়াড়রা নিতে পারলেই ভালো। খামোখা মিডিয়াকে না বলে বোর্ডের সাথে বসে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। তখন আমাদেরও সুবিধা হয়। বাইরের দেশে তা-ই হয়। আমাদের দেশেও এখন হবে।’


পোস্টের শব্দচয়ন থেকে ধারণা করা হচ্ছে, বোর্ড সভাপতির সেই কথার জবাবে খোঁচা দিয়েই এই পোস্ট দিয়েছেন মুশফিকের স্ত্রী। নিজের সেই পোস্টের মন্তব্য বিভাগ অবশ্য বন্ধ রেখেছেন তিনি। সে কারণে সেই জনপ্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি। তবে সেই পোস্ট ঘণ্টা পেরোতেই হাজারেরও বেশি প্রতিক্রিয়া পেয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)

১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,

বাংলামোটর, ঢাকা- ১০০০

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com