শিরোনাম
অসিদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো দ.আফ্রিকা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১০:২৩
অসিদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো দ.আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো দক্ষিণ আফ্রিকা। বুধবার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়াডেতে অসিদের ৩১ রানে হারিয়ে ধবলধোলাইয়ের কাজটা সম্পন্ন করে প্রোটিয়ারা।


এর আগে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে জয়ের সুখস্মৃতি চারবার আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু এবারই প্রথম ৫-০ ব্যবধানে হারল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


মঙ্গলবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে কেপ টাউনে টসে জিতে আগে ব্যাট করতে নেমে রিলে রুশোর সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৭ রান তুলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ডেভিড ওয়ার্নারের ১৭৩ রানের পরও অস্ট্রেলিয়ার ইনিংস থামে ২৯৬ রানে।


বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে অসিদের শুরুটা ভালই হয়েছিল। অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার মিলে দলের স্কোরশিটে যোগ করেন ৭২ রান। তবে ব্যক্তিগত ১৯ রানের মাথায় ফিঞ্চ ফিরে গেলে ছন্দ পতন ঘটে অসিদের। পরের ব্যাটসম্যানরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে।


তবে একপ্রান্ত আগলে রেখে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন ওয়ার্নার। শেস পর্যন্ত ১৩৬ বলে ২৪টি চারে ১৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। তবে এই ইনিংসও অসিদের ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে পারেনি। ওয়ার্নার ছাড়া মিচেল মার্শ ও ট্রাভিস হেড দুজনেই ৩৫ রান করেন।


দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট নেন কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা ও ইমরান তাহির।


এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫২ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে জুটি বাঁধেন রিলে রুশো ও জেপি ডুমিনি। দুজন যোগ করেন ১৭৮ রান। রুশো ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেও ডুমিনি থামেন ৭৩ রানে। রুশো ত্রেমেইনের বলে আউট হওয়ার আগে ১১৮ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১২২ রান করেন। স্কোরবোর্ডে ২৯ বলে ৩৯ রান যোগ করেন ডেভিড মিলার।


অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন ক্রিস ত্রেমেইন ও জো মেনি।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com