
আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলাম।
আর নিলামের আগেই রেকর্ড গড়লেন ভারতীয় দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস ছেড়ে নতুন ফ্রাঞ্চাইজি লখনউতে যোগ দিয়েই রেকর্ড গড়েছেন তিনি।
লোকেশ রাহুলকে ১৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনউ ফ্রাঞ্চাইজি। যা আইপিএলের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়ার রেকর্ড। অবশ্য এ রেকর্ডে রাহুল দ্বিতীয়।
এর আগে ২০১৮ সালের নিলামের আগে ১৭ কোটি রুপিতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে গিয়েছিলেন বিরাট কোহলি। সে অর্থে কোহলির আইপিএল ইতিহাসের রেকর্ড ছুঁলেন রাহুল।
রাহুলকে এতো অর্থে কেবল দলেই নেয়নি লখনউ, দলের অধিনায়কের গুরুদায়িত্বও দেয়া হয়েছে তার কাঁধে।
রাহুলের অধীনে এ দলে খেলবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টইনিজ এবং ভারতের তরুণ স্পিনার রবি বিষ্ণোই।
স্টইনিজকে ৯ কোটি ২০ লাখ রুপি এবং রবি বিষ্ণোইকে ৪ কোটি রুপিতে কিনেছে লখনউ।
১২ ও ১৩ ফেব্রুয়ারির নিলামে আরো ৫৯.৮৯ কোটি রুপি নিয়ে অংশ নেবে লখনউ।
এদিকে জানা গেছে, নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকা নাম রয়েছে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মেগা নিলামকে লক্ষ্য তরে ১২১৪ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে আইপিএল কর্তৃপক্ষ।
এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। এ তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে ১৭ জন ভারতীয় এবং ৩২জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে। বিদেশিদের তালিকায় সাকিব ও মোস্তাফিজের নাম রয়েছে।
জানা গেছে, আইপিএলের মেগা নিলামের তালিকায় ২৭০জন ক্রিকেটার বিভিন্ন দেশের জাতীয় দলের। আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেনি এমন খেলোয়াড় রয়েছেন ৩১২ জন। এছাড়া আইসিসির সহযোগী দেশগুলো থেকেও রাখা হয়েছে মোট ৪১জন ক্রিকেটারকে। তথ্যসূত্র: ইএসপিএন ক্রিকইনফো।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]