শিরোনাম
বিপিএলে আসছেন সিমন্স
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২২, ১০:৪৮
বিপিএলে আসছেন সিমন্স
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সরাসরি সাইনিংয়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যান লেন্ডন সিমন্সকে দলে নিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি সিলেট সানরাইজার্স।


এক বিবৃতিতে সিমন্সকে অন্তর্ভুক্তির খবর জানিয়েছে সিলেট সানরাইজার্স কর্তৃপক্ষ। একাধিক কারণে এবারের বিপিএলে খুব বেশি বিদেশি তারকা ক্রিকেটদের উপস্থিতি কম। সেখানে সিমন্সের দলভুক্তি সিলেট সমর্থকদের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে।


প্লেয়ার্স ড্রাফটের আগে সিলেট দলে ভিড়িয়েছিলো তাসকিন আহমেদকে। এছাড়া বিদেশি ক্যাটাগরিতে সরাসরি সাইনিং করা হয়েছিলো শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল, ওয়েস্ট ইন্ডিজ কেসরিক উইলিয়ামস ও দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে। যদিও চান্দিমালকে পাওয়া যাবে কিনা সে নিয়ে সংশয় আছে এখনো


আগামী ২১ জানুয়ারি পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসরের। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। ঢাকা, সিলেট, চট্টগ্রামে হবে বিপিএলের ম্যাচগুলো। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৩৪টি।


সিলেট সানরাইজার্স-


সরাসরি চুক্তি : তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা) ও লেন্ডন সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ)।


ড্রাফট থেকে দেশি: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলি, সিরাজ আহমেদ , মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন এবং শফিউল হায়াত হৃদয়।


ড্রাফট থেকে বিদেশি: রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com